Saturday, January 25, 2025
Homeআন্তর্জাতিকফ্রান্সের প্রেসিডেন্টকে চড় দেওয়া দামিয়েন তেরেলের ৪ মাসের কারাদণ্ড

ফ্রান্সের প্রেসিডেন্টকে চড় দেওয়া দামিয়েন তেরেলের ৪ মাসের কারাদণ্ড

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁকে চড় মারার অভিযোগে আটক ব্যক্তিকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।সংবাদ মাধ্যম আল জাজিরা খবরটি প্রকাশ করেছে।

জানা যায়,স্থানীয় সময় বৃহস্পতিবার আদালত অভিযুক্ত দামিয়েন তেরেলের বিরুদ্ধে ১৮ মাসের সাজা ঘোষণা করেন।পরে ১৪ মাসের সাজা স্থগিত করা হয়েছে। ফলে তাঁকে ৪ মাস কারাগারে থাকতে হবে।

মঙ্গলবার ফ্রান্সের দক্ষিণাঞ্চলের দ্রোমে এলাকায় কোভিড–১৯ এর ধাক্কা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করা ফ্রান্সেরএকদল বাসিন্দার সঙ্গে কুশল বিনিময় করতে গিয়েছিলেন প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। দর্শন প্রত্যাশীদের কাতারে দাঁড়িয়ে থাকা একজন তাঁর মুখে চড় মারেন।

এ সময় লোকটিকে বলতে শোনা যায়, ‘মাখোঁনিয়ার পতন হোক’।তখন ফরাসি প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিতদের দুজন এগিয়ে গিয়ে লোকটিকে মাটিতে ফেলে দেন। আরেকজন মাখোঁকে সরিয়ে নেন।

RELATED ARTICLES

Most Popular