Tuesday, January 28, 2025
Homeরাজনীতিতারেক রহমানকে নিয়ে মন্তব্যের প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

তারেক রহমানকে নিয়ে মন্তব্যের প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ক্যাম্পাস ডেস্কঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফীর বক্তব্যকে ধৃষ্টতাপূর্ণ উল্লেখ করে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়।

সোমবার সকাল ১০ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রদক্ষিণ করে বকশিবাজারে গিয়ে শেষ হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন এবং সদস্য সচিব আমানউল্লাহ আমান মিছিলে নেতৃত্ব দেন। এসময় ঢাবি ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন বলেন, ‘শিষ্টাচার আওয়ামীলীগের মধ্যে জন্মলগ্ন থেকেই অনুপস্থিত। মান্নাফী যদি তার ধৃষ্টতাপূর্ণ বক্তব্যে প্রত্যাহার না করে, দেশবাসী এবং দেশনায়ক তারেক রহমান মহোদয়ের কাছে ক্ষমা না চান তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় এর জবাব রাজপথে দেবে।‘

বিক্ষোভ মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্তত শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Most Popular