Friday, December 27, 2024
Homeরাজনীতিবিএনপিকে বাঁচিয়ে রেখেছে টিভি-পত্রিকা : মায়া

বিএনপিকে বাঁচিয়ে রেখেছে টিভি-পত্রিকা : মায়া

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপিকে বাঁচিয়ে রেখেছে টেলিভিশন ও পত্রপত্রিকা। না হলে হারিকেন দিয়ে খুঁজেও তাদেরকে পাওয়া যেত না।

রোববার রাজধানীর তুরাগ থানা আওয়ামী লীগের ত্রিবাষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তারা (বিএনপি) বলে আগামী নির্বাচনে আসবে না। আরে মুরোদ থাকলে তো আসবে। বিএনপির ভোট নেই, মুরোদ নেই, নেতা নেই।

তিনি বলেন, নির্বাচন এলেই বিএনপি দেশি বিদেশি ষড়যন্ত্র করে, তারা দেশের মানুষের কাছে যায় না। বিএনপি নেতারা রাতে বালিশে শুয়ে শুয়ে চিন্তা করে আগামীকাল কোন মিথ্যা কথাটা বলবেন। তারা মিথ্যাবাদী একটি দল, দেশে তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এরা দেশের মানুষের কাছে যায় না, বিদেশিদের কাছে ধরনা দেয়।

RELATED ARTICLES

Most Popular