Wednesday, December 25, 2024
Homeরাজনীতিমেগা চুরির কারণে বিদ্যুতে ভরাডুবি: ফখরুল

মেগা চুরির কারণে বিদ্যুতে ভরাডুবি: ফখরুল

গোটা সড়ক ব্যবস্থাকে নৈরাজ্যের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। প্রতিদিন শত শত মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে। মিরসরাইয়ে দুর্ঘটনায় ১১ শিক্ষার্থী নিহতসহ এমন অসংখ্য নজির প্রতিদিন দেখা যাচ্ছে।

শনিবার (৩০ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ বিদ্যুৎ, গ্যাস পাচ্ছে না। আওয়ামী লীগ বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। রাজনীতি ও বিচারবিভাগকে ধ্বংসের পর এবার অর্থনীতিকে শেষ করছে। সরকার উন্নয়নের মিথ তুলে ধরে জনগণকে বিভ্রান্ত করছে।

দুর্নীতি, মেগা চুরির কারণে বিদ্যুৎখাতে ভরাডুবি ও লোডশেডিং হচ্ছে এমন মন্তব্য করে তিনি আরও বলেন, বিদ্যুৎ উৎপাদন না করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এখন আবার দুর্নীতি করতে নিজস্ব লোকদের দিয়ে বিদেশ থেকে এলপিজি গ্যাস আমদানি করা হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular