ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিবাদী মশাল/বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
শুক্রবার (৬ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করেন তারা।
এসময় ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি তারিকুল ইসলাম, ঢাবি শাখার সভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক আকরাম হোসেন, সিনিয়র সহ-সভাপতি আসিফ মাহমুদ, সাহিত্য সম্পাদক জাহিদ আহসানসহ বিভিন্ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় তারা- ‘দাম বাড়ালে জ্বালানি, জনগন দেবে কেলানি’,’দাম বাড়ানো সরকার আর নাই দরকার’ ‘গরিব মারা সরকার আর নাই দরকার’ জ্বালানির দাম কমায় দে নইলে গদি ছেড়ে দে’ সৈরাচারের কালো হাত ভেঙ্গে দাও গুডিয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন।