Monday, January 27, 2025
Homeরাজনীতিজ্বালানি তেলের দাম বৃদ্ধি আত্মঘাতী সিদ্ধান্ত : ইনু

জ্বালানি তেলের দাম বৃদ্ধি আত্মঘাতী সিদ্ধান্ত : ইনু

জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে আত্মঘাতী সিদ্ধান্ত উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ক্ষমতাসীন জোটের নেতা ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

বুধবার (১০ আগস্ট) ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দলটি রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনে মানববন্ধন-সমাবেশ-বিক্ষোভ মিছিল করে।

সমাবেশে সভাপতির বক্তব্যে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতী। যা ইতোমধ্যে অর্থনীতি ও জনজীবনে মারাত্মক নেতিবাচক ও ক্ষতিকর প্রভাব ফেলতে শুরু করেছে। পণ্যপরিবহনের ভাড়া বৃদ্ধি, কৃষিতে সেচ ব্যয় বৃদ্ধি, নিত্যপণ্যের দাম আরও বৃদ্ধিসহ এই সিদ্ধান্ত জনজীবনে বাড়তি চাপ তৈরি করেছে। মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে।

আত্মঘাতী এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে আর্থিক খাতসহ অর্থনীতির অন্যান্য খাতে সমন্বয় করা ও দুর্নীতি-লুটপাট-অপচয় বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

RELATED ARTICLES

Most Popular