Sunday, December 22, 2024
Homeজাতীয়গ্রেফতার হলে রাজপথ থেকেই হব- নুর

গ্রেফতার হলে রাজপথ থেকেই হব- নুর

ডাকসুর সাবেক ভিপি নুরুলহক নুরকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত। ১১ আগস্ট(বৃহস্পতিবার) ব্রাহ্মণবাড়িয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউলের দায়ের করা মামলা থেকে জানা যায়, ২০২০ সালের ১৬ ডিসেম্বর রাতে ফেসবুক লাইভে নুরুলহক নুর নির্বাচন কমিশনকে নিয়ে সমালোচনা এবং ধর্ষন,হত্যা,চাঁদাবাজী ইত্যাদি কারনে ছাত্রলীগের সমালোচনা ও বর্তমান আওয়ামী লীগকে ‘বঙ্গবন্ধুর আদর্শ বিরোধী’ হিসেবে মন্তব্য করেন। একারনে, রবিউল বাদী হয়ে একই বছরের ২০ ডিসেম্বর নুরুলহক নুরের বিরুদ্ধে মামলা করেন।

আদালতে হাজিরের নির্দেশনা প্রসঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় এক রাজনৈতিক সেমিনারে বক্তৃতায় নুরুলহক নুর বলেন- “বর্তমানের যে লড়াই সংগ্রাম,সেটা জনগণের অস্তিত্বের লড়াই সংগ্রাম। গ্রেফতার হলে রাজপথ থেকেই হব। অন্যায়ের সাথে আপোষ করে এই বিনা ভোটের সরকার যারা দেশের মানুষকে জিম্মি করে দেশ চালাচ্ছে ,তাদের সাথে আপোষ করার প্রশ্নই উঠে না। যদি কারাগারেও যেতে হয়,রাজপথ থেকেই আন্দোলন সংগ্রাম করে যাব”।

RELATED ARTICLES

Most Popular