Tuesday, December 24, 2024
HomeUncategorizedকুষ্টিয়া পৌর এলাকায় যানবাহন চলাচলে বিধিনিষেধ জারি করেছে প্রশাসন।

কুষ্টিয়া পৌর এলাকায় যানবাহন চলাচলে বিধিনিষেধ জারি করেছে প্রশাসন।

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় কুষ্টিয়া পৌরসভায় কঠোর বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন।

বেলাল খান। কুষ্টিয়া প্রতিনিধিঃ

চলমান করোনা মহামারিতে বিক্ষিপ্ত ভাবে চলছে কয়েকটি জেলার লকডাউন কার্যক্রম, ৭টি জেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করে প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ মন্ত্রনালয় লকডাউনের সুপারি করেন, যার মধ্যে ছিল কুষ্টিয়া শহরও!
ক্রমাগত করোনা ভাইরাসের আক্রান্ত ও মৃত্যের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে গত ১২ জুন মধ্যারাত থেকে আগামী ১৯ই জুন পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে কুষ্টিয়া জেল প্রশাসন, যা কুষ্টিয়া পৌরসভার এলাকার আওতাযুক্ত। গত ১১ই জুন তারিখের প্রেস বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসন বলেন ১২তারিখ থেকে পৌর এলাকায় সকল প্রকার দোকানপাট,শপিংমল বানিজ্যিক ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, নিত্য প্রয়োজনীয় বাজার স্বাস্থবিধি মেনে খোলা থাকবে সকাল ৮:০০ থেকে দুপুর ২:০০ টা পর্যন্ত। এসময় লকডাউনের আওতাধীন এলাকায় কোন প্রকার যান চলাচল করতে পারবে না, জুরুরি সেবা ব্যাতিত।

এইদিকে চলমান বিধি নিষেধ চলতে থাকায় ভুক্তভোগী পরো জেলার মানুষ। জেলার অধিকাংশ মানুষের জীবিকার সাথে জরিত জেলার পৌর এলাকা, তাই প্রত্যান্ত এলাকা থেকে শহরমুখী হতে পারছে না দিনমুজুর ও খেটে খাওয়া মানুষ! এতে শুধু পৌর এলাকায় লকডাউন কার্যকর করলেও তার প্রভাব পরছে পুরো জেলাতে।
এমতাবস্থায় নিম্ন আয়ের মানুষের চাওয়া যেন নিশ্চিত করা হয় তাদের কর্মস্থলে যাওয়ার ব্যাবস্থা।

RELATED ARTICLES

Most Popular