Saturday, March 15, 2025
Homeরাজনীতিঢাকায় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলা

ঢাকায় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলা

ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা করেছে বলে সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যায় পরিষদের সাবেক আহ্বায়ক হাসান আল মামুনকে নিয়ে ফেরার পথে
কেরানীগঞ্জ কারাগারের সামনে এ হামলা চলানো হয়েছে।

রাত সাড়ে ৮টার দিকে হামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের নেতৃত্বে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাৎক্ষণিক  মশাল মিছিল করে সংগঠনটি। এতে ছাত্র অধিকার, যুব অধিকারসহ গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Most Popular