Friday, December 27, 2024
Homeরাজনীতিগণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠায় আকবর আলি খান আমৃত্যু লড়াই করে গেছেন : গণঅধিকার

গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠায় আকবর আলি খান আমৃত্যু লড়াই করে গেছেন : গণঅধিকার

অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বিশিষ্ট অর্থনীতিবিদ ও বরেণ্য শিক্ষাবিদ ড. আকবর আলি খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড.রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুলহক নুর।

শোকবার্তায় গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড.রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুলহক নুর বলেন,গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় জন্য আমৃত্যু সংগ্রাম করে গেছেন আকবর আলি খান। ড. আকবর আলি খান একজন নির্ভিক, ষ্পষ্টভাষী, সমাজ ও রাজনীতি সচেতন বুদ্ধিজীবী ছিলেন।নতুন প্রজন্মের সামনে অনুকরণীয় আদর্শ রেখে গেছেন তিনি। মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রশাসন কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় যে কোন দায়িত্বে তিনি ছিলেন অনন্য। তাঁর মৃত্যুতে দেশের বর্তমান এ সংকটে অপূরণীয় ক্ষতি হয়েছে। আকবর আলি খানের মৃত্যুতে জাতি একজন দেশপ্রেমিক গুণী মানুষকে হারালো।

নেতৃদ্বয় ড. আকবর আলি খান এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

RELATED ARTICLES

Most Popular