সীমান্তে বিএসএফ কর্তৃক স্কুল ছাত্র মিনারুল ইসলাম হত্যার প্রতিবাদে ছাত্র ফেডারেশনের মানববন্ধনে হামলাকারীদের চিহ্নিত ও বিচারের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে সংগঠনটি।
সোমবার (১২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন থেকে সীমান্ত হত্যা ও চোরাচালান বন্ধের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শত শত সীমান্ত হত্যার উদাহরণ আছে। কোনো হত্যার বিচার করা হয়নি। গত ৭ তারিখ মিনারুলকে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত তার লাশ আনা সম্ভব হয়নি। ফেলানীর বিচার আমরা আজ পর্যন্ত পাইনি। যারা হত্যার শিকার হয়েছে তাদেরকে চোরাকারবারির ট্যাগ দেওয়া হয়েছে। মূলত তারা গরু দাম বৃদ্ধির জন্য সাধারণ মানুষকে হত্যা করে। এর দায় দুই দেশের সরকারের। আমরা আবারও হুশিয়ারি দিয়ে বলতে চাই, সীমান্ত হত্যা বন্ধ করুন, চোরাচালান বন্ধ করুন।
বক্তারা আরও বলেন, গতকাল পাবনার বেড়ায় ছাত্র ফেডারেশনের উপর যে হামলা হয়। তার বিচার করতে হবে। তারা মূলত ভারতকে খুশি রাখতে এ হামলা করছে। বাংলাদেশ সরকারের প্রতি আবারও বলছি এ নতজানু পররাষ্ট্রনীতি থেকে সড়ে আসতে হবে।