Wednesday, January 22, 2025
Homeরাজনীতিদ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে থালা-বাসন নিয়ে লেবার পার্টির প্রতিবাদ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে থালা-বাসন নিয়ে লেবার পার্টির প্রতিবাদ

বর্তমান সরকারকে ব্যর্থ আখ্যা দিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে থালা-বাসন নিয়ে মৌন প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ লেবার পার্টি।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন বাংলাদেশ লেবার পার্টির হামদুল্লাহ আল মেহেদীর অংশের নেতাকর্মীরা।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ লেবার পার্টির একাংশের চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সরকারের চরম ব্যর্থতার খেসারত দিচ্ছে জনগণ। জনগণের মৌলিক অধিকার পূরণে ব্যর্থ হয়েছে সরকার। এ ব্যর্থতার দায় সরকারকে নিতে হবে। অবিলম্বে এই ঊর্ধ্বগতির সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিতসহ দ্রব্যমূল্যের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে।

RELATED ARTICLES

Most Popular