Friday, November 15, 2024
Homeরাজধানীআবরার ফাহাদের স্মরণ সভায় ছাত্রলীগের হামলা, আহত ১০

আবরার ফাহাদের স্মরণ সভায় ছাত্রলীগের হামলা, আহত ১০

আবরার ফাহাদের তৃতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে আবরার ফাহাদ স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত এবং ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে জানান আবরার ফাহাদ স্মৃতি সংসদের আহবায়ক আখতার হোসেন।

আখতার হোসেন নবদূতকে বলেন, আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী স্মরণ সভা শুরু করার পরপরই প্রক্টরিয়াল টিমের উপস্থিতে আমাদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় আমাদের অন্তত ১০ জন আহত, দুইজন গুরুতর আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। আমরা কোনো দলীয় ব্যানারেও এই প্রোগ্রাম করিনি, আমরা প্রোগ্রাম করেছি আবরার ফাহাদ স্মৃতি সংসদের ব্যানারে। আমরা এই ন্যাক্কারজনক হামলায় ধিক্কার জানাই।

হামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম. এম মহিন উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব খান,  সাংগঠনিক নাজিম উদ্দীন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পাদক আল আমিন রহমান, উপ-দপ্তর সম্পাদক শিমুল খান, আব্দুর রাহিম, জুহুরুল হক হল ছাত্রলীগের সভাপতি কামাল উদ্দীন রানা, সাধারণ সম্পাদক রুবেল হোসেনসহ কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও হল শাখা ছাত্রলীগের কয়েকশো ছাত্রলীগ নেতাকর্মীরা অংশ নেয়।

হামলায় ছাত্র অধিকার পরিষদের কর্মসূচির চেয়ার ও মাইক ভেঙ্গে দেয়, ব্যানার পুড়িয়ে দেয়। এসময় ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতাকর্মী আহত হয়। এর মধ্যে ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সাহিত্য সম্পাদক জাহিদ আহসান আহত হয়৷  ঘটনার সময় পাটকেলের আঘাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন আহত হয়।

ছাত্রলীগের অনুষ্ঠানে হামলার ঘটনায় জড়িত ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব খান বলেন, তারা (ছাত্র অধিকার) ক্যাম্পাসে বহিরাগত, মৌলবাদীদের নিয়ে কর্মসূচি পালন করে। আমরা তাদের জিজ্ঞাসা করতে আসি তারা বিশ্ববিদ্যালয় ছাত্র কিনা। এসময় তারা কিছু না দেখিয়ে আমাদের ওপর হামলা করে। পরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিরোধ করে।

RELATED ARTICLES

Most Popular