Wednesday, January 22, 2025
Homeদূর পরবাসকুয়েতে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় তৃতীয় আবু রাহাতকে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সংবর্ধনা

কুয়েতে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় তৃতীয় আবু রাহাতকে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সংবর্ধনা

কুয়েত আমিরের তত্ত্বাবধানে দেশটিতে অনুষ্ঠিত ১১তম বিশ্ব কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ আবু রাহাত। তিন ক্যাটাগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১১৭টি দেশকে পেছনে ফেলে এ অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি।

স্থানীয় সময় বুধবার (১৯ অক্টোবর) সকালে সালওয়ার নিকটবর্তী হোটেল রেজিন্সির হল রুমে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তিন ক্যাটাগরির চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনূর্ধ্ব ১৩ বছরের গ্রুপে তৃতীয় হওয়ায় আবু রাহাত পুরস্কার ও সম্মাননা অর্জন করেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুয়েতের শিক্ষা ও ইসলামিক বিষয়ক মন্ত্রী আব্দুল আজিজ মাজিদ, বিভিন্ন রাষ্ট্রে বিচারকের দায়িত্বপালনকারী মিশরের ড. ফুয়াদ আব্দুল মাজিদ, মিশরের বিশ্ববিখ্যাত কারী শায়েখ ড. জিবরিল, দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব কোরআন প্রতিযোগিতার উপস্থাপক শায়েখ যায়েদসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

গত ১৩ অক্টোবর থেকে শুরু হওয়া আন্তর্জাতিক এ প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধান করে কুয়েতের ওজারাতুল আওকাফ (ধর্ম মন্ত্রণালয়)। তিন ক্যাটাগরিতে বাংলাদেশসহ অন্যান্য বিজয়ীরা পুরস্কার পেয়েছেন।

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার পক্ষ থেকে হাফেজ আবু রাহাত ও তাঁর টিমের সবাইকে সংবর্ধনা এবং উপহার সামগ্রী দেয়া হয়। উপস্থিত ছিলেন রবিউল হক (সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি) কাউছার সিকদার সভাপতি কুয়েত শাখা, জাহাঙ্গীর আলম সহ- সভাপতি কুয়েত শাখা, আমানউল্লাহ আমান ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক কুয়েত শাখা, রতন হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক কুয়েত শাখা, মিজানুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক কুয়েত শাখা, আসাদুল ইসলাম অর্থ বিষয়ক সম্পাদক কুয়েত শাখা, সাইফুল ইসলাম সহ সংগঠনের নেতৃবৃন্

RELATED ARTICLES

Most Popular