Tuesday, December 24, 2024
Homeরাজনীতিক্ষমতায় টিকে থাকতে প্রশাসনে রদবদল করছে আ.লীগ: নূর

ক্ষমতায় টিকে থাকতে প্রশাসনে রদবদল করছে আ.লীগ: নূর

গণঅধিকার পরিষদের নেতা ভিপি নুরুল হক নূরের বলেছেন, ‘ক্ষমতায় টিকে থাকতে প্রশাসনে রদবদল করছে আওয়ামী লীগ।

শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে রাজধানী ঢাকার বিভিন্ন থানায় বিক্ষোভের অংশ হিসেবে মিরপুরে সমাবেশের আয়োজন করে গণতন্ত্র মঞ্চ।

নুরুল হক নূর বলেন, ‘সরকার উন্নয়নের মহাসড়কের নামে দেশকে খাদের কিনারা নিয়ে এসেছে। আবারও ক্ষমতা দখল করতে প্রশাসনে রদবদল শুরু করেছে।’

নুর আরো বলেন, জিনিসপত্রের দাম দিগুণ হয়েছে, সরকার কোনো ভ্রুক্ষেপ করছে না। কৃষি-উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে, সার, জ্বালানির দাম বাড়ায় কৃষক ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হবে, খাদ্যঘাটতি প্রকট হবে। এই সরকার গুলি করে, পারলে কামান-ট্যাংক দিয়ে জনবিক্ষোভকে বা বিরোধী মতকে দমন করার চেষ্টা করছে। কামান-ট্যাংকের সামনে দাঁড়িয়েও যদি দেশকে রক্ষা করা না যায় তাহলে দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব বিলীন হয়ে যাবে।’

RELATED ARTICLES

Most Popular