Friday, January 24, 2025
Homeরাজনীতিখুলনায় সমাবেশে খালেদা জিয়ার সম্মানে সমাবেশে চেয়ার ফাঁকা রাখল বিএনপি

খুলনায় সমাবেশে খালেদা জিয়ার সম্মানে সমাবেশে চেয়ার ফাঁকা রাখল বিএনপি

Newsbangla Logo

খালেদার সম্মানে সমাবেশে চেয়ার ফাঁকা রাখল বিএনপি
আওয়াল শেখ, খুলনা ২২ অক্টোবর, ২০২২ ১৩:০৭
খালেদার সম্মানে সমাবেশে চেয়ার ফাঁকা রাখল বিএনপি

খুলনা মহানগর বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিল্টন বলেন, ‘আমাদের নেত্রী সরকারের রোষানলে পড়ে ঘরবন্দি। তার সম্মানে সমাবেশে চেয়ার ফাঁকা রাখা হয়েছে।’
খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মানে একটি চেয়ার ফাঁকা রাখা হয়েছে।

শনিবার বেলা ১১টায় খুলনার সোনালী ব্যাংক চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বিএনপির এ গণসমাবেশের প্রাথমিক আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে গতকাল রাত থেকে সেখানে নেতা-কর্মীরা দলে দলে এসে জড়ো হয়েছেন।

জ্বালানি তেল, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, গুলিতে ভোলায় নুরে আলম, আব্দুর রহিম; নারায়ণগঞ্জে শাওন; মুন্সীগঞ্জে শহিদুল ইসলাম শাওন এবং যশোরে আব্দুল আলিম নিহত হওয়ার প্রতিবাদ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং দেশব্যাপী দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করেছে বিএনপি।

খুলনা মহানগর বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিল্টন বলেন, ‘রাত থেকে দলে দলে নেতা-কর্মীরা এসে সমাবেশে হাজির হচ্ছেন। এখানে লক্ষাধিক নেতা-কর্মীরা আসবেন। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আমরা আজকের সমাবেশের প্রাথমিক কামসূচি শুরু করেছি।

তিনি বলেন, ‘আমাদের নেত্রী সরকারের রোষানলে পড়ে ঘরবন্দি। তার সম্মানে সমাবেশে চেয়ার ফাঁকা রাখা হয়েছে।’

RELATED ARTICLES

Most Popular