Saturday, September 21, 2024
Homeআন্তর্জাতিকনিউ ইয়র্কে নারী নির্যাতন মামলায় সাংবাদিক ইলিয়াস হোসেন জামিনে মুক্ত

নিউ ইয়র্কে নারী নির্যাতন মামলায় সাংবাদিক ইলিয়াস হোসেন জামিনে মুক্ত

নিউইয়র্ক পুলিশের হাতে গ্রেফতার হওয়া প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন জামিন পেয়েছেন। বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যায় জামিন পান তিনি। এর আগে সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় গ্রেফতার হন ইলিয়াস। তাঁর বিরুদ্ধে চুরি ও নারী নির্যাতনের অভিযোগ রয়েছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে প্রবাসী কয়েকটি সূত্র এ তথ্য জানিয়েছে। জানা গেছে, যুক্তরাষ্ট্র মহিলা দলের নেত্রী নীরা রাব্বানীর চুরি ও নারী নির্যাতনের  মামলায় গ্রেফতার হন ইলিয়াস। 

গত ২২ অক্টোবর নিউইয়র্কে বিএনপি নেতা জ্যাকব মিল্টন ও নীরা রাব্বানীর সঙ্গে ইলিয়াসের হাতাহাতি হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের কাছে অভিযোগ দেন নীরা রাব্বানী।

সেই ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। ইলিয়াসকে উত্তেজিত অবস্থায় অশ্লীল ভাষায় কথা বলতে দেখা গেছে ভিডিওতে। এমনকি তিনি গালাগালিও করেন ওই নারীকে।

RELATED ARTICLES

Most Popular