Monday, December 23, 2024
Homeআন্তর্জাতিকবিএনপির সঙ্গে কানাডার রাষ্ট্রদূতের বৈঠক, নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা

বিএনপির সঙ্গে কানাডার রাষ্ট্রদূতের বৈঠক, নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা

রাজনীতি, অর্থনীতি ও আগামী জাতীয় নির্বাচনসহ দেশের সামগ্রিক পরিস্থিতি ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত লিলি নিকোলাসকে অবহিত করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান লিলি নিকোলাস। এরপর বিএনপি মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেন। এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠক শেষে গণমাধ্যমে ব্রিফ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

/এমএন

RELATED ARTICLES

Most Popular