Wednesday, January 22, 2025
Homeঅর্থনীতিদক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি মালিকানাধীন মানি ট্রান্সফার কোম্পানি ‘নেক মানি সাউথ আফ্রিকা’র শুভ...

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি মালিকানাধীন মানি ট্রান্সফার কোম্পানি ‘নেক মানি সাউথ আফ্রিকা’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়:

মো সাইফুল ইসলাম

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি মালিকানাধীন মানি ট্রান্সফার কোম্পানি ‘নেক মানি সাউথ আফ্রিকা’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত।

দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় জোহানসবার্গ,ফোর্সবার্গ, মিন্ডরোডে নেক মানি সাউথ আফ্রিকার প্রধান কার্যালয়ে এ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেক মানির সাউথ আফ্রিকার প্রধান নির্বাহী কাজী ফরহাদ কামাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেক মানির চেয়ারম্যান ইকরাম ফরাজী (সিআইপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেক মানির পরিচালক ও ফরাজী হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান আনোয়ার ফরাজী ইমন।

অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার প্রবীন প্রবাসীবৃন্দ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
বক্তারা প্রবাসীদের কল্যাণে নেক মানি কোম্পানির অগ্রযাত্রাকে স্বাগত জানান।

RELATED ARTICLES

Most Popular