তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, আগামী নির্বাচনে বিএনপিসহ সব দলের অংশগ্রহণ চায় সরকার
সকালে তাঁর বাসভবনে ইলেকশন মনিটরিং ফোরামের প্রতিনিধি দলের সাথে সাক্ষাত শেষে তিনি আরও দাবি করেন, বিএনপিকে নির্বাচন ভীতিতে পেয়েছে। সর্বশক্তি নিয়োগ করেও দলটি বারবার ব্যর্থ হয়েছে বলেও মনে করেন ড. হাছান মাহমুদ।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের আইন অনুযায়ী আগামী নির্বাচনে খালেদা জিয়ার অংশগ্রহণের কোনো সুযোগ নেই। সাক্ষাত শেষে ইলেকশন মনিটরিং ফোরামের নেতারা জানান, দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন সম্ভব। সেই সাথে নির্বাচন কমিশনের কর্মকান্ডকে সন্তোষজনক হিসেবে দেখছেন সংগঠনটির প্রতিনিধি দল।