রাজধানী ঢাকার একটি অনুষ্টানে বক্তব্য দিচ্ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহেমদ মজুমদার।হঠাৎ শুরু হয় হট্টগোল।তার বেফাঁস মন্তব্যের জের ধরে উত্তেজনা বাড়তেই থাকে।
রাজধানীর ইব্রাহীমপুর এলাকায় বাড়ির মালিক ও স্বেচ্ছাসেবকরা মিলে সরিয়ে ফেলেছেন রাস্তার উপরে থাকা সীমানা প্রাচীর,ছেড়ে দিয়েছেন রাস্তার জায়গা,করেছেন দখলমুক্ত।
তাদের এই স্বেচ্ছা শ্রমকে আয়োজিত অনুষ্টানে স্বাগত জানানো হলেও স্হানীয় সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার বলেন,বহিরাগত সন্ত্রাসীদের কর্মকান্ড এবং ক্ষতিপুরণ নিয়ে স্হানীয়রা জায়গা ছেড়ে দিয়েছেন।
তার এই বক্তব্যের পর ক্ষোভে ফোঁসে উঠেন উপস্হিত এলাকাবাসী।মেয়র আতিকুল ইসলাম এবং স্হানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম দীর্ঘক্ষন চেষ্টা করে পরিস্হতি নিয়ন্ত্রনে আনেন।
অনুষ্টান শেষে প্রতিমন্ত্রী কামাল আহেমদ মজুমদারের মন্তব্যের সাথে দ্বিমত পোষন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।