বঙ্গবন্ধু হত্যা/ বরকতুল্লাহ
পনেরো-ই আগস্ট ঊনিশ’শ পঁচাত্তর সাল স্বাধীনতা বিরোধী পাকিস্তানি দালাল আর কিছু সেনা সদস্যদের করল টাল, শহীদ করতে বঙ্গবন্ধুকে, পাতালো অনেক জাল, সবই ছিল দেশ-বিদেশের ঘাততদের চাল।
ধানমন্ডি নিজ বাড়ি, শেষ নিশ্বাস দিতে হলো সব ছাড়ি বঙ্গবন্ধুর ধানমন্ডি বাড়ি, সেনা সদস্যরা আক্রমণ করল, দিয়ে বন্দুকের গুলি। বন্দুকের গুলিতে হয়ে গেল ছাপ, আত্মীয় শিশুরাও পেলনাতো মাপ।
দুই কন্যা গেল বেঁচে তারা ছিল যে প্রবাসে। গোপালগঞ্জ নিজ বাড়ি, শুয়ে আছে সবাইকে ছাড়ি। দোয়া করি সবাই মিলে, সুখে থাকুক কবর দেশে।