মোঃ সাইফুল ইসলাম, দক্ষিণ আফ্রিকা
১৫তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গে পৌঁছেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ আফ্রিকার সমবায় ও ঐতিহ্য বিষয়ক মন্ত্রী এবং বাংলাদেশের হাইকমিশনার প্রধানমন্ত্রীকে জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান। এসময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা সঙ্গে ছিলেন।
ব্রিকস সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গের উদ্দেশে রওনা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিনের প্রসিডেন্ট শি জিংপিং ওই সম্মেলনে উপস্থিত থাকবেন।
কোভিডের কারণে বিগত তিন বছর ভার্চুয়ালি ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তারপর চলতি বছরে জোহানেসবার্গে এই সম্মেলনের আয়োজন করা হয়েছ। এবারেরমূল যে বিষয়গুলি নিয়ে আলোচনা হবে তার মধ্যে রয়েছে ব্রিকসের সম্প্রসারণ। ইতিমধ্যে ২৩ টি দেশ ওই গ্রুপের সদস্য হওয়ার জন্য আবেদনপত্র জমা দিয়েছে বলে জানা গিয়েছে।
এদিকে এবারের ব্রিকস সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যোগ দেবেন না বলে জানা গিয়েছে। পরিবর্তে তাঁর বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ ওই বৈঠকে উপস্থিত থাকবেন।