Tuesday, January 21, 2025
Homeআন্তর্জাতিককাকে বাঁচাবেন, কাকে ছেড়ে দেবেন--ফিলিস্তিনে দিশেহারা চিকিৎসাকর্মীরা

কাকে বাঁচাবেন, কাকে ছেড়ে দেবেন–ফিলিস্তিনে দিশেহারা চিকিৎসাকর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে হামলা-পাল্টা হামলা দশম দিনে গড়িয়েছে। এর মধ্যে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হওয়া ভবনের নিচে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারীরা।

আল জাজিরা জানিয়েছে, উত্তর গাজা ও দক্ষিণের খান ইউনিস এবং রাফাহতে আজ সোমবার (১৬ অক্টোবর) সকাল থেকে মুহূর্তের জন্যও বোমাবর্ষণ থামেনি। শেষ কয়েক ঘণ্টায় খান ইউনিসের নাসের হাসপাতালে কয়েক ডজন আহত ব্যক্তিকে নিয়ে গেছে অ্যাম্বুলেন্স, যাদের বেশিরভাগই শিশু।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, হাসপাতালের ভেতর পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। চিকিৎসাকর্মীরা বলছেন, তারা এমন পর্যায়ে রয়েছেন যেখানে তাদের সিদ্ধান্ত নিতে হবে রোগীদের মধ্যে কাকে বাঁচাবেন আর কাকে ছেড়ে দেবেন। চিকিৎসা সরঞ্জাম ও জনবলের অভাবেই এই পরিস্থিতিতে পৌঁছেছে হাসপাতালটি।

অবশ্য হাসপাতালের বাইরের দৃশ্যও ভেতরের চেয়ে আলাদা নয়। হাজার হাজার পরিবার ঘরবাড়ি ছেড়ে হাসপাতালের আঙিনায় আশ্রয় নিয়েছে।

RELATED ARTICLES

Most Popular