বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে ঢাকার সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
গণআন্দোলনের মুখে গত পাঁচই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ সরকারের তিনবারের আইনমন্ত্রী মি. হক এবং উপদেষ্টা মি. রহমানকে এতদিন প্রকাশ্যে দেখা যায়নি।
হামলা ও গ্রেফতার এড়াতে আওয়ামী লীগের অন্যান্য শীর্ষ নেতাদের মতো তারাও গা ঢাকা দিয়েছিলেন বলে জানা যাচ্ছে।
গত জুলাই মাসে কোটা আন্দোলনের সহিংসতা ও মৃত্যুর ঘটনায় ঢাকার নিউমার্কেট থানায় দায়ের হওয়া মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারের পর আনিসুল হক এবং সালমান এফ রহমানকে কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
তবে তারা গোয়েন্দা পুলিশের হেফাজতে আছেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
শিগগিরই তাদেরকে আদালতে নেওয়া হতে পারে বলেও জানিয়েছেন নামপ্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।