Sunday, September 15, 2024
Homeখেলামার্টিনেজ বীরত্বে কোপার ফাইনালে আর্জেন্টিনা

মার্টিনেজ বীরত্বে কোপার ফাইনালে আর্জেন্টিনা

নবদূত রিপোর্ট:

কোপা আমেরিকার দ্বিতীয় সেমিতে আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ বীরত্বে কলোম্বিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফাইনালে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দী ব্রাজিল।

মেসি ম্যাজিকে প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে গিয়েছিলো আর্জেন্টিনা। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণ এক গোলে ম্যাচে সমতা ফিরিয়ে এনেছে কলোম্বিয়া। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে ড্র থাকলে ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। সেখানে জিতে ফাইনালে উঠলো আর্জেন্টিনা। ট্রাইব্রেকরে অসাধারণ তিনটি সেভ নিয়ে এই ম্যাচের হিরো বনে যান মার্টিনেজ।

ম্যাচের শুরুর দিকে দারুণ কিছু আক্রমণ করে আর্জেন্টিনা। তার ফলও তারা পেয়ে যায় ম্যাচের মাত্র সাত মিনিটের মাথায়। অ্যাসিস্টকে নিজের নিয়মিত অভ্যাস বানিয়ে ফেলা মেসি বাড়িয়ে দেন বল। সেখান থেকে জাল খুঁজে নেন লাউতারো মার্টিনেজ।

ম্যাচের ৬১ মিনিটের সময় ফ্রি কিক পায় কলম্বিয়া। নিজেদের অর্ধে পাওয়া ওই ফ্রি কিক দ্রুত শট করেন কারডোনা। বক্সের ভেতরে বল পেয়ে দৌড় শুরু করেন দিয়াজ। দারুণভাবে আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে ফাঁকি দিয়ে গোলও করেন তিনি।

এর পর সমানতালে ফাউলের ঘটনাও ঘটে ম্যাচে। খেলার উত্তেজনাও বাড়ে। দুই দলের চেষ্টার কমতি ছিল না। কিন্তু স্কোরলাইনে আর হেরফের হয়নি। ম্যাচ টাইব্রেকারে গেলে সেখানেই শেষ হাসি হেসেছে আর্জেন্টিনা।

RELATED ARTICLES

Most Popular