পেশোয়ারে জন্ম
দিলীপ কুমারের জন্ম বর্তমানে পাকিস্তানের পেশোয়ারে। পরে তিনি চলে আসেন মহারাষ্ট্রের নাসিকে। সেখান থেকে পুনে হয়ে মুম্বই। ১৯৪৩ সালে তিনি বম্বে টকিজের সঙ্গে চুক্তিবদ্ধ হন। মাসে এক হাজার ২৫০ টাকা পেতেন। প্রথমে গল্প লেখা ও স্ক্রিপ্ট লেখায় সাহায্য করতেন। তারপর অভিনয়।
বর্ষীয়ান ভারতীয় অভিনেতা দিলীপ কুমার আজ সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৮ বছর।
মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের পালমোনোলোজিস্ট ডা, জলিল পার্কার, যিনি দিলীপ কুমারের চিকিৎসার তত্বাবধান করছিলেন, টাইমস অব ইন্ডিয়াকে মি. কুমারের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
দিলিপ কুমারের ভেরিফায়েড টুইটার পেইজ থেকে সকাল ৮টার কিছুক্ষণ পর তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
ছয় দশকের ক্য্যারিয়ারে তিনি ৬৩টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাঁর স্ত্রী মুম্বাই চলচ্চিত্রের আরেক অভিনেত্রী সায়রা বানু।