Sunday, September 15, 2024
HomeUncategorizedরূপগঞ্জে অগ্নিকাণ্ডে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

রূপগঞ্জে অগ্নিকাণ্ডে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

নবদূত ডেস্ক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রূপগঞ্জের ইউএনও শাহ নুসরাত জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামীম ব্যাপারীকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন রূপগঞ্জের ইউএনও, ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক, পুলিশের একজন প্রতিনিধি এবং কলকারখানা অধিদফতরের একজন প্রতিনিধি।

অগ্নিকাণ্ডের ঘটনায় ভবন থেকে এখন পর্যন্ত ৫২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে ভবন থেকে লাফিয়ে পড়ে তিনজনের মৃত্যু হয়। এ নিয়ে অগ্নিকাণ্ডটিতে মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়াল।

RELATED ARTICLES

Most Popular