Friday, November 15, 2024
Homeআন্তর্জাতিককরোনা: লাশ দাফন করতে হিমশিম খাচ্ছে মিয়ানমার

করোনা: লাশ দাফন করতে হিমশিম খাচ্ছে মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারে করোনা সংক্রমণের নতুন ঢেউ শুরু হয়েছে। স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি মৃত্যু হচ্ছে। ফলে লাশ দাফন করতে হিমশিম খেতে হচ্ছে দেশটিকে। লাশ পরিবহন ও সৎকারের কাজ করে এমন মানুষজন এ তথ্য জানিয়েছে রয়টার্সকে।

মিয়ানমারের স্বাস্থ্য মন্ত্রণালয় রয়টার্সকে জানান, বুধবার রেকর্ড সর্বোচ্চ ১৪৫ জনের মৃত্যু হয়েছে করোনায়। সরকারের দেওয়া এই হিসাবে সন্দিহান বিশেষজ্ঞরা। তাদের ধারণা দেশটিতে করোনায় মৃত্যুর প্রকৃত সংখ্যাটা এর চেয়ে অনেক বেশি। 

মিয়ানমারের রাজধানী ইয়াংগুনে ইয়ায় ওয়ে কবরস্থানে সপ্তাহে প্রতিদিন প্রায় ২০০ মানুষের শেষকৃত্য হয়েছে, যা স্বাভাবিক সংখ্যার দ্বিগুণ বলে জানিয়েছেন কর্মকর্তারা। শহরের আরও দুই কবরস্থানে দিনে ৪০০ থেকে ৫০০ লাশ দাফন করা হচ্ছে। 

লাশ পরিবহনের কাজ করে এমন এক দাতব্য প্রতিষ্ঠানের ৫২ বছর বয়সী সেইন বলছেন, ‌‌‘বিভিন্ন কবরস্থানে লাশ পরিবহনের কাজ করি আমরা। এখন আমাদের দিনে ৪০টির বেশি লাশ পরিবহনের কাজ করতে হচ্ছে।’ 

RELATED ARTICLES

Most Popular