Saturday, September 21, 2024
Homeরাজনীতিরিক্সা ও ভ্যান শ্রমিকদের জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের গরু কোরবানি

রিক্সা ও ভ্যান শ্রমিকদের জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের গরু কোরবানি

নিজস্ব প্রতিবেদক:

ঈদুল আযহা উপলক্ষ্যে রিক্সা ও ভ্যান চালকদের মাঝে গরু কোরবানি ও মাংস বিতরণ করেছে গণস্বাস্থ্য কেন্দ্র।

বৃহস্পতিবার (২২ জুলাই) রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, রনাঙ্গের মুক্তিযোদ্ধা ইসতিয়াক আজিজ উলফাত এবং  বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেনস প্রমূখ।

মাংস বিতরণ

প্রধান অতিথির বক্তব্যে ড. চৌধুরি  শ্রমিকদের উদ্দেশ্যে বলেন – “আপনারা মাসিক মাত্র ২০০ টাকায় স্বাস্থ্য বীমা গ্রহণ করে তাদের পরিবারের সবাইকে গণস্বাস্থ্য থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পারবেন।”

ছাত্র অধিকার পরিষদের সাদ্দাম হোসেন তার বক্তব্যে শ্রমিকদের আহ্বান জানান ড. জাফরুল্লাহ চৌধুরীর অভিভাবকত্বে ও ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে সকল স্তরের মানুষের অধিকার আদায়ের যে সংগ্রাম করে যাচ্ছে, তাতে যেনো শ্রমিকরাও সম্মিলিভাবে অংশগ্রহন করে।

RELATED ARTICLES

Most Popular