Tuesday, September 17, 2024
Homeখেলাটেস্ট, ওয়ানডের পর টি-টুয়েন্টি সিরিজও বাংলাদেশের

টেস্ট, ওয়ানডের পর টি-টুয়েন্টি সিরিজও বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক:

জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশ অপেক্ষায় ছিল তৃতীয় ট্রফিটির জন্য। টি-টুয়েন্টি সিরিজ চ্যালেঞ্জিং হলেও শেষ হাসি টাইগারদেরই। আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে ১৯৪ রানের বড় লক্ষ্য তাড়া করে ৫ উইকেটে জেতার মধ্য দিয়ে সিরিজ জিতে টিম টাইগার্স।

অসাধারণ জয়ে বড় অবদান সৌম্য সরকারের। বাঁহাতি ওপেনার ৪৯ বলে করেন ৬৮ রান। মারেন ৯টি চার ও একটি ছক্কা। তিন ম্যাচের সিরিজে এটি দ্বিতীয় ফিফটি সৌম্যর। সাথে সাকিব-অফিফ-শামীমের জড়ো ব্যাটিং রেখেছে বড় অবদান। ম্যাচ ও সিরিজ সেরা সৌম্য সরকার।

এর আগে অলিখিত ফাইনালে টস জিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রান তোলে জিম্বাবুয়ের। ওয়েসলি মাধেভেরে ও রেগিস চাকাভার ঝড়ো ব্যাটিং দুইশর কাছাকাছি সংগ্রহে নিয়ে যায় জিম্বাবুয়েকে। টাইগার বোলারদের শাসন করেছেও বেশ। বাংলাদেশের হয়ে সৌম্য সরকার ২, সাকিব ১ এবং সাইফুদ্দিন নেন ১ উইকেট।

RELATED ARTICLES

Most Popular