Friday, November 15, 2024
Homeআন্তর্জাতিক৬০ বার গ্রেফতারেও দমে যাননি ফিলিস্তিনের এই সাহসী নারী

৬০ বার গ্রেফতারেও দমে যাননি ফিলিস্তিনের এই সাহসী নারী

আন্তর্জাতিক ডেস্ক:

জেরুজালেমে পবিত্র মসজিদ আল-আকসায় ইহুদিবাদীদের আগ্রাসনের প্রতিবাদ জানাতে গিয়ে একবার আর দুইবার গ্রেফতার হননি ফিলিস্তিনের এই সাহসী নারী। এ পর্যন্ত ৬০ বার ইসরাইলি বাহিনী তাকে গ্রেফতার করেও তাকে দমাতে পারেনি।

এমনটি খবর আরব নিউজের। শেষবার কয়েক সপ্তাহ আগে ইসরাইলি দখলদার বাহিনীর হাতে গ্রেফতার হন ফিলিস্তিনি সাহসী নারী হানাদি হালাওয়ানি।

কট্টরপন্থি ও উগ্রবাদী ইহুদিদের হাত থেকে পবিত্র আল-আকসাকে রক্ষার জন্য ফিলিস্তিনি নারীদের নিয়ে গঠিত সংগঠন ‘মুরাবিতাত’ এর নের্তৃত্ব দিচ্ছেন তিনি। দখলদার ইসরাইলের কাছে মূর্তিমান আতঙ্ক এ বীর ফিলিস্তিনি নারী।

এছাড়া ইসরাইলি পুলিশের তালিকায় সবচেয়ে ভয়ংকর ফিলিস্তিনি হিসেবেও তাকে চিহ্নিত করা হয়েছে।

বারবার গ্রেফতার ও নির্যাতন করেও ইসরাইল তাকে দমাতে পারেনি। প্রতিবারই জেল থেকে ছাড়া পেয়ে আল-আকসার জন্য আবারও আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন তিনি।
    
তাকে জেরুজালেমের আল-আকসায় নিষিদ্ধ করেছে ইসরাইল সরকার। তার সঙ্গে আরেক অদম্য ফিলিস্তিনি নারী খাদিজা আকসাকে মুক্ত করার আন্দোলনে গিয়ে ২৮ বার গ্রেফতার হয়েছেন ইসরাইলি বাহিনীর হাতে।

ফিলিস্তিনের জনগণের কাছে এ দু’জন নারী সাহসের মুর্ত প্রতীক। এই দু’জন থেকে তারা লড়াই চালিয়ে যাওয়ার সাহস পান।

RELATED ARTICLES

Most Popular