তালেবানরা সাধারণ নাগরিক, তারা জঙ্গি নয় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পিবিএস নিউজআওয়ারে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার প্রচারিত ওই সাক্ষাৎকারে ইমরান খান বলেন, তালেবানরা জঙ্গি নয়। পাকিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকায় ৩০ লাখ আফগান শরণার্থী থাকেন। ওই শরণার্থী শিবিরে তালেবানরা থাকলেও পাকিস্তান কি তাদের খুঁজে বের করে হত্যা করতে পারে?
এ সময় তালেবানদের সাহায্য করতে ১০ হাজার পাকিস্তানি সেনা আফগানিস্তানে গেছে কী না জানতে চাইলে ইমরান খান বিষয়টি নাকচ করে দিয়ে বলেন, এসব একদম ভুয়া খবর। এ ব্যাপারে কেউ প্রমাণ দেখায় না কেন?
সাক্ষাৎকারে আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েনের বিষয়ে ইমরান খান বলেন, আফগানিস্তানে সামরিক সমাধান খুঁজতে গিয়ে যুক্তরাষ্ট্র পরিস্থিতিকে জটিল করে তুলেছিল। পরে অবশ্য তারা রাজনৈতিক সমাধানে আসার চেষ্টা করে।