নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ প্রথম কাউন্সিলের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন আজ। বৈধভাবে টিকে থাকা প্রার্থীরা আজ সোমবার রাত ১২টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন।
সোমবার (২ আগস্ট) নবদূতকে বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার আবু হানিফ।
এর আগে গত ২৯ জুলাই চলমান কঠোর বিধিনিষেধের কারণে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রথম কাউন্সিলের ভোট গ্রহণ পিছিয়েছে নির্বাচন কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ আগস্ট ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
পরিবর্তিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ: ২ আগস্ট, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ: ৩ আগস্ট, ভোটগ্রহণের তারিখ: ১০ আগস্ট