Tuesday, March 4, 2025
Homeখেলাটানা দুই ম্যাচ বাংলাদেশের কাছে হারল অস্ট্রেলিয়া

টানা দুই ম্যাচ বাংলাদেশের কাছে হারল অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক:

টানা দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কাছে হেরে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ তে পিছিয়ে গেল অস্ট্রেলিয়া দল। দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটের জয় পায় টাইগাররা।

দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের দাপটে বোলিংয়ে ১২১ রানে থামে অজিদের ইনিংস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন মুস্তাফিজ।

জবাবে খেলতে নেমে শুরুতেই সৌম্য নাঈমকে হারালেও মেহেদী সাকিবের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেষদিকে আফিফ-সোহানের দারুণ ফিনিসিংয়ে ৫ উইকেট হাতে রেখে জয় পায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৭ রান নিয়ে ম্যান অব দা ম্যাচ হোন আফিফ হোসেন

টানা দ্বিতীয় জয়ে বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও স্পিকার।

RELATED ARTICLES

Most Popular