Monday, December 2, 2024
Homeখেলাটোকিও অলিম্পিকের ফাইনালে ব্রাজিল-স্পেন মুখোমুখি আজ

টোকিও অলিম্পিকের ফাইনালে ব্রাজিল-স্পেন মুখোমুখি আজ

স্পোর্টস ডেস্ক:

টোকিও অলিম্পিক ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল এবং স্পেন। বাংলাদেশ সময় শনিবার বিকেল ৫টায় ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

সেমিফাইনালে স্বাগতিক জাপানের স্বপ্ন ভেঙে দিয়েছিল স্পেন। অতিরিক্ত সময়ের একমাত্র গোলে জিতে ফাইনালে ওঠে স্পেন। অন্যদিকে মেক্সিকোকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছে ব্রাজিল।

টানা তৃতীয়বারের মতো ফাইনাল খেলছে তারা। ১৯৮৪, ১৯৮৮, ২০১২ সালের পর গতবার রিও অলিম্পিকের ফাইনালে উঠে প্রথম স্বর্ণের দেখা পায়। এ ছাড়া ব্রোঞ্জ জিতেছিল ১৯৯৬ এবং ২০০৮ সালে। অন্যদিকে স্পেন তিনবার ফাইনালে উঠলেও স্বর্ণ জিতেছে একবার, নিজেদের মাটিতে ১৯৯২ সালে আয়োজিত গেমসে।

RELATED ARTICLES

Most Popular