Friday, December 27, 2024
Homeরাজনীতিঢাকা মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

ঢাকা মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

নবদূত রিপোর্ট:

ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমের ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটিগুলো অনুমোদন করেন।

ঘোষিত কমিটিতে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে শাহ আলমকে (পাভেল শিকদার) আর সদস্য সচিব করা হয়েছে নিয়াজ মাহমুদ লিয়নকে। 

উত্তরের আহ্বায়ক করা হয়েছে জসিম শিকদার রানা, সদস্য সচিব রুহুল আমিন সোহেলকে। পশ্চিমের আহ্বায়ক মহসিন সিদ্দিকী রনি, সদস্য সচিব আশরাফুল হোসেন মামুন। পূর্বের আহ্বায়ক শেখ খালিদ জ্যাকি এবং সদস্য সচিব করা হয়েছে মোহাম্মদ আল আমিনকে। 

RELATED ARTICLES

Most Popular