Tuesday, December 3, 2024
Homeআন্তর্জাতিকটাইমস স্কয়ারে দেখানো হলো বঙ্গবন্ধুর ভাষণ

টাইমস স্কয়ারে দেখানো হলো বঙ্গবন্ধুর ভাষণ

আন্তর্জাতিক ডেস্ক,:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পর্যটকদের প্রধান আকর্ষণ কেন্দ্র টাইমস স্কয়ারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম তুলে ধরে প্রদর্শিত হচ্ছে অডিও-ভিজুয়াল ক্লিপ।

রোববার (১৫ আগস্ট) বাংলাদেশের জাতীয় শোক দিবস উপলক্ষে টাইমস স্কয়ারে বিশ্বখ্যাত বিশাল ‘বল ড্রপ’ বিলবোর্ডে ২৪ ঘণ্টায় প্রতি দুই মিনিট অন্তর ৭২০ বার বঙ্গবন্ধুর ক্লিপটি দেখানো হবে। অডিও-ভিজুয়াল ক্লিপটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণসহ বিভিন্ন সময়ের স্মরণীয় মুহূর্তগুলো রয়েছে।

টাইমস স্কয়ারে বিশাল ডিজিটাল বিলবোর্ডে এই ক্লিপটির পাশাপাশি জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের ওপর একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। বিজ্ঞাপনী সংস্থা এনওয়াই ড্রিমস প্রোডাকশনের উদ্যোগে এই আয়োজন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চলমান আয়োজনের অংশ হিসেবে এই উদ্যোগটি নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

RELATED ARTICLES

Most Popular