Thursday, September 19, 2024
Homeআন্তর্জাতিকআশরাফ গনিকে ‌‘কাপুরুষ’ বললেন আফগান পপ তারকা আরিয়ানা

আশরাফ গনিকে ‌‘কাপুরুষ’ বললেন আফগান পপ তারকা আরিয়ানা

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ গনির পালিয়ে যাওয়ার ঘটনার তীব্র সমালোচনা করেছেন দেশটির সুপরিচিত পপ তারকা আরিয়ানা সাঈদ।

একদল পাকিস্তানির হাতে দেশ তুলে দিয়ে গেছেন উল্লেখ করে আশরাফ গনিকে ‘কাপুরুষ’ বলে অভিহিত করেছেন তিনি।

মঙ্গলবার অজ্ঞাত স্থান থেকে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আরিয়ানা সাঈদ বলেন, প্রেসিডেন্ট (আশরাফ গনি) যেভাবে আফগানিস্তানকে একদল পাকিস্তানির হাতে ছেড়ে দিয়ে গেছেন, তাতে আমি সত্যিই হতাশ। তিনি আমাদের জনগণ, দেশ, সশস্ত্র বাহিনী এবং সামরিক বাহিনীকে হতাশ করেছেন। কোনও নেতা ছাড়া আমরা কীভাবে যুদ্ধ করতে পারি?

আফগান এই নারী পপ তারকা বলেন, তিনি যা করেছেন তার জন্য আমি খুব দুঃখ পেয়েছি এবং তার প্রতি বিরক্ত হয়েছি। যেদিন আমরা আফগানিস্তান ছেড়েছি, সেদিনও (১৫ আগস্ট) তিনি সবকিছু ঠিক হয়ে যাবে বলে দেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন।  কিন্তু তার কয়েক ঘণ্টার মধ্যে তিনি নিখোঁজ হয়ে যান।

RELATED ARTICLES

Most Popular