Sunday, September 15, 2024
Homeজাতীয়সেপ্টেম্বরে ঘোষণা হচ্ছে নুরদের রাজনৈতিক দল

সেপ্টেম্বরে ঘোষণা হচ্ছে নুরদের রাজনৈতিক দল

ডাকসুর সাবেক ভিপি বাংলাদেশ ছাত্রযুবশ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক নুরুলহক নুরের নেতৃত্বে গঠিত হচ্ছে নতুন রাজনৈতিক দল।

সেপ্টেম্বরের মধ্যেই মূল রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণা দিতে চান নুরুলহক নুর।

নতুন রাজনৈতিক দলের প্রসঙ্গে নুরুলহক নুর বলেন-মূল দল গঠনের আগেই ইতিমধ্যে আমরা ছাত্র অধিকার, যুব অধিকার, শ্রমিক অধিকার এবং প্রবাসী অধিকার পরিষদ সহ চারটি সংগঠন গঠন করেছি।সেপ্টেম্বরে আমাদের মূল দলের ঘোষণা দিতে চাই।নামসর্বস্ব রাজনৈতিক দল নয়,কার্যকর দল গঠন করে আমরা মানুষের অধিকার আদায়ে ভূমিকা রাখতে চাই।

নুর আরো বলেন-দেশে অনেক রাজনৈতিক দল রয়েছে,কিন্তু মানুষের দাবি দাওয়া নিয়ে কাজ করা দল হাতে গোনা।বিরোধী দলগুলোর ব্যর্থতা মানুষ দেখছে।সেই জায়গায় আমরা সবসময় মানুষের পক্ষে কথা বলে যাচ্ছি। রাজনৈতিক দল না হয়েও এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেই চারটি সংগঠন আমরা তৈরি করেছি।দল ঘোষণা করলে মানুষের মধ্যে গণজোয়ারের সৃষ্টি হবে।

মূল রাজনৈতিক দল ঘোষণা করে দেশের জাতীয় রাজনীতিতে অবস্থান তৈরি করতে চান নুর।তার লক্ষ্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।নতুন দল নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দিতে চান তিনি।

RELATED ARTICLES

Most Popular