Friday, September 20, 2024
Homeরাজনীতিঅন্য জনের লাশ রেখে জিয়ার জানাজা পড়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

অন্য জনের লাশ রেখে জিয়ার জানাজা পড়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

নবদূত রিপোর্ট:

অন্য জনের লাশ সামনে রেখে জিয়াউর রহমানের জানাজা পড়েছে বিএনপি এমনমন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (২৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, জিয়াউর রহমানের লাশ নিয়ে বিএনপি প্রতারণা করছে। সেনাবাহিনীর নির্দেশে চট্টগ্রাম থেকে জিয়াউর রহমানের লাশ ঢাকায় আনা হয়েছিল। কিন্তু জিয়ার নামে যে লাশ আনা হয়েছিল, সেই লাশ জিয়ার ছিল না। কারণ সে সময় তিনজন সেনা অফিসারের লাশ একসঙ্গে ছিল। সেখান থেকে না দেখেই একটি লাশ ঢাকায় আনা হয়েছিল। ফলে এটা যে জিয়ার লাশ তার প্রমাণ নেই।

RELATED ARTICLES

Most Popular