Thursday, September 19, 2024
Homeরাজনীতিসেপ্টেম্বর থেকে ছাত্র-শিক্ষকদের নিয়ে বৃহত্তর আন্দোলন : মান্না

সেপ্টেম্বর থেকে ছাত্র-শিক্ষকদের নিয়ে বৃহত্তর আন্দোলন : মান্না

নবদূত রিপোর্ট:

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দিলে সেপ্টেম্বর থেকে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের নিয়ে বৃহত্তর আন্দোলন করা হবে।

শনিবার (২৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্র-শিক্ষক-অভিভাবক ফোরাম আয়োজিত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

মান্না বলেন, ‘এটা শুধু শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার লড়াই নয়, গোটা ছাত্রদের মুক্তি পাওয়ার লড়াই, শিক্ষাকে মুক্ত করার লড়াই। শিক্ষার যদি মুক্তি হয় তাহলে অশিক্ষা, কু-শিক্ষা, দুঃশাসন, ভোট চুরি, জোর করে ক্ষমতা দখল বন্ধ হয়ে যাবে। ওরা গদি ছাড়তে চায় না, ওদের ঠ্যাং ধরে টান দেব। বলব বাবা নাম। যদি না মানে তাহলে এতো জোড়ে টান দেব যে, পা খুলেই ভেঙে যায় না-কি। এখন কি আমাদের দোষ? নামিস না কেন? এখনো যাস না কেন?’

RELATED ARTICLES

Most Popular