Friday, December 27, 2024
Homeরাজনীতিছাত্র সংসদ নির্বাচন হলে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদ জয় লাভ করবে

ছাত্র সংসদ নির্বাচন হলে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদ জয় লাভ করবে

নবদূত রিপোর্ট:

পঞ্চাশ বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছে, কে যুদ্ধ করেছে কে করে নাই সে নিয়ে এখন বাহাস করে একেকজন। রাষ্ট্রের দায়িত্বশীল একেকজন ব্যক্তি যে সমস্ত আক্রমণাত্মক হিংসাত্মক কথা বলে, তাতে তারা নেতৃত্ব দেওয়ার অধিকার রাখে না। কিন্তু বিকল্প নেতৃত্ব কোথায়? এই জাতি এখন বিকল্প নেতৃত্ব চায়, কিন্তু জাতির সামনে এখন বিকল্প নেতৃত্ব নেই।’

মঙ্গলবার (৩১ আগস্ট) যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতীয় প্রেসক্লাবের সামনে ডাকসুর সাবেক ভিপি ও ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক নুরুল হক নুর এসব কথা বলেন।

নুর বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের মেধাবীদের প্রতিষ্ঠান। দীর্ঘ ২৮ বছর পরে ডাকসু নির্বাচন হয়েছে, শিক্ষার্থীরা কিন্তু এই স্রোতের বিপরীতেও আমাদের মতো ছাত্রদের নেতৃত্ব নির্বাচন করেছে। আজ যদি দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হয়, হলফ করে বলতে পারি প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র অধিকার পরিষদ জয় লাভ করবে।

আওয়ামী লীগকে উদ্দেশ্যে করে তিনি বলেন, আগে তাদের প্রতিপক্ষ ছিল বিএনপি, এখন তারা তারা আমাদেরকেও ঢালাওভাবে নাজেহাল করছে, বিভিন্ন জায়গায় হামলা করছে, আমাদের থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা বলতে চায় আপনাদের জন্ম হয়েছে যেখান থেকে, আপনারা যে নেতার ছবিকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে রাজনীতি করছেন আমরাও সে নেতার আদর্শ ধারণ করে রাজনীতি করছি। ঐ নেতার কথায় বলি ‘আমরা যখন লড়তে শিখেছি দাবায় রাখতে পারবে না’।

হুংকার জানিয়ে নুর বলেন, সরকার দুঃস্বপ্নের ঘোরে আছে। ক্ষমতা হারানোর ভয়ে এদের রাতে ঘুম হয়না। আরেকটু কাঁপন ধরিয়ে দিতে পারলে এরা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাবে।

RELATED ARTICLES

Most Popular