দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন বাংলাদেশ ছাত্র,যুব ও শ্রমিক অধিকার পরিষদ-এর সমন্বয়ক ও ডাকসুর সাবেক ভিপি নুরুলহক নুর।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে নুর লিখেছেন,”সরকার সেইফ এক্সিটের পথ খুঁজছে আর ক্ষমতার দিকে তাকিয়ে থাকা চাঁতক পাখিরা পর্দার আড়ালে নানা ধরনের সমঝোতা ও ষড়যন্ত্র করছে।তবে ‘গণঅভ্যুত্থান’ বা গণতান্ত্রিক প্রক্রিয়ার ক্ষমতা হস্তান্তর না হলে দেশ ১/১১ এর মতো আবারো এক গভীর সংকটে পতিত হবে। যার পরিণতি হতে পারে সিরিয়া,ইরাক,ইয়েমেন,আফগানিস্তানের মতো।
কাজেই, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে হবে।
একই সাথে জনগণকেও যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গণআন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে।কারণ, দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে সবচেয়ে বেশী ভুক্তভোগী হবে জনগণ।
আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বর্তমান বিনা ভোটের অবৈধ সরকারের বিদায় চাই;দেশে সুস্থ ধারার রাজনীতির পরিবেশ ফেরত চাই,রক্ত দিয়ে অর্জিত গণতন্ত্র ফেরত চাই,আদালত, গণমাধ্যমের স্বাধীনতা চাই।জনগণের গণতান্ত্রিক অধিকার চাই,নাগরিকদের বাক ও ব্যক্তি স্বাধীনতা চাই”।