Thursday, September 19, 2024
Homeরাজনীতিবিএনপি নিজেই জিয়ার মরদেহ নিয়ে আবোল-তাবোল বকছে

বিএনপি নিজেই জিয়ার মরদেহ নিয়ে আবোল-তাবোল বকছে

নবদূত রিপোর্ট:

সরকার কিংবা আওয়ামীলীগ নয়, জিয়ার মরদেহ নিয়ে ইতিহাসের অমোঘ সত্যের মুখোমুখি দাঁড়িয়ে বিএনপি নিজেরাই আবোল-তাবোল বকছে বলে দমন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (৪ সেপ্টেম্বর) সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

সরকার দেউলিয়া হয়ে জিয়ার মরদেহ নিয়ে আবোল তাবোল বকছে’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন ও আন্দোলনে জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি এখন হতাশার গভীর সাগরে নিমজ্জিত। ক্ষমতানির্ভর দল বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় না থাকায় হতাশ হতে হতে এখন আর তারা স্বাভাবিক রাজনীতি করতে পারছে না।

তিনি বলেন, বিএনপির এখন কোনো রাজনৈতিক কৌশল নেই, তাই তারা সরকারের বিষোদগার করতে গিয়ে হতাশ হয়ে আবোল-তাবোল বলে যাচ্ছে।

RELATED ARTICLES

Most Popular