Friday, December 27, 2024
Homeরাজনীতিসেক্রেটারি জেনারেলসহ জামায়াতের ৯ নেতাকর্মী আটক

সেক্রেটারি জেনারেলসহ জামায়াতের ৯ নেতাকর্মী আটক

নবদূত রিপোর্ট:

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির শীর্ষ ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি তারা রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত ছিলেন।

সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভবন থেকে তাদের আটক করা হয়

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, দলের সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রটারিসহ নেতাকর্মীদের আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামী। সোমবার রাতে দলটির পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হয়। এতে অবিলম্বে নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়েছে।

RELATED ARTICLES

Most Popular