Tuesday, September 17, 2024
Homeআন্তর্জাতিকমেক্সিকোর একটি হাসপাতালে বন্যার পানিতে প্লাবিত

মেক্সিকোর একটি হাসপাতালে বন্যার পানিতে প্লাবিত

আন্তর্জাতিক ডেস্কঃ

হাসপাতালে বন্যার পানি ঢুকে ১৭ জন রোগীর মৃত্যু হয়েছে। মেক্সিকোর কেন্দ্রীয় হিদালগো রাজ্যের একটি হাসপাতালে এ ঘটনা ঘটে। বুধবার বিবিসি নিউজের সূত্রে এ তথ্য জানা যায়।

ভারী বৃষ্টির কারণে একটি নদীর বাঁধ ফেটে যাওয়ায় তুলা শহরের হাসপাতালে জলাবদ্ধতা সৃষ্টি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। 

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মৃতের মধ্যে কয়েকজন করোনা রোগী ছিলেন। তাদেরকে অক্সিজেন থেরাপির মধ্যে রাখা হয়েছিল।

উদ্ধারকারীরা প্রায় ৪০০ জন রোগীকে সরিয়ে নিয়েছে। এদিকে রাজ্যের গভর্নরকে বহনকারী একটি নৌকা নদীতে ডুবে যায়।

গভর্নর ওমর ফায়াদ পরে টুইট করেন জানান, তিনি নিরাপদ ও সুস্থ রয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি কার্যক্রম পরিচালনা অব্যাহত রয়েছেন।

দুর্যোগ মোকাবেলায় উদ্ধারকারী দলগুলোর পাশাপাশি সেনাবাহিনী কাজ করছে।

RELATED ARTICLES

Most Popular