Thursday, September 19, 2024
Homeখেলাশেষ ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, লক্ষ্য জয়

শেষ ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, লক্ষ্য জয়

স্পোর্টস রিপোর্টার:

পাঁচ ম্যাচের সিরিজ শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। চতুর্থ ম্যাচে শেষে সিরিজ নিশ্চিত হয় টাইগারদের। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে তাই হারানোর কিছু নেই বাংলাদেশের তবে জয়ের লক্ষ্যেই মাঠে নামছে নামছে টাইগাররা। টস হেরে ফিল্ডিংয়ে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল চারটায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

সিরিজের শেষ ম্যাচের একাদশে বেশ বড় পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। দলে এসেছেন সৌম্য সরকার, শামীম হোসেন, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ। সাকিব আল হাসান, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন নেই আজকের একাদশে।

RELATED ARTICLES

Most Popular