Friday, November 15, 2024
Homeআন্তর্জাতিকআবার প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত মেক্সিকো

আবার প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত মেক্সিকো

আন্তর্জাতিক ডেস্কঃ

সম্প্রতি মেক্সিকোতে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে স্থানীয় সময় মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার সকালে) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। এর রেশ কাটতে না কাটতেই মেক্সিকোতে ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটে। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত মেক্সিকো।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) মেক্সিকো প্রদেশের একটি জনবসতিপূর্ণ এলাকায় ঘটে এই ভয়াবহ পাহাড় ধসের ঘটনা।

বিশাল বিশাল পাথর আছড়ে পড়ে পাদদেশে থাকা ঘরবাড়ির ওপর। একেকটি পাথর প্রায় দোতলা ভবনের সমান। এতে এখনও পর্যন্ত একজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। নিখোঁজ কমপক্ষে ১০ জন।

রেশ কাটতে না কাটতে ২ দিন পরে ঘটল এ পাহাড় ধসের ঘটনা। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। পাথর ও ভবনের ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে।

RELATED ARTICLES

Most Popular