Friday, November 15, 2024
Homeআন্তর্জাতিককিউবা'তে টিকার আওতায় আসছে শিশুরা

কিউবা’তে টিকার আওতায় আসছে শিশুরা

আন্তর্জাতিক ডেস্কঃ

লাতিন আমেরিকার দেশ কিউবা’তে টিকার আওতায় আসছে শিশুরা। বিশ্বের প্রথম দেশ হিসেবে ২ বছর বয়সী শিশুদের করোনার টিকার আওতায় নিয়ে আসছে দেশটি।

এরইমধ্যে শিশুদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় এ বয়সী শিশুদের টিকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মহামারি করোনা মোকাবিলায় অনেক দেশই ১২ বছর বয়সী শিশুদের টিকার আওতায় নিয়ে এসেছে। চীন ও ভেনেজুয়েলাসহ বেশ কয়েকটি দেশ আরও কম বয়সী শিশুদের টিকার আওতায় নিয়ে আসার কথা ভাবছে। এরই মধ্যে সবাইকে ছাড়িয়ে গেছে লাতিন আমেরিকার ছোট্ট একটি দেশ কিউবা।

দেশটিতে ২ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া কার্যক্রম শুরু হয়েছে। চলতি মাসে শুরু হওয়া এ কর্মসূচি শিশুদের স্কুলে ফেরানোর উদ্দেশ্যে চালু করা হয়েছে বলে জানিয়েছে কিউবা কর্তৃপক্ষ।

RELATED ARTICLES

Most Popular